🔴 হাতেনাতে ধরা
তালতলী, বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে সেচ মেশিন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই চোর। স্থানীয়রা গণধোলাই দিয়ে তাদের পুলিশে
সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন নোয়াখালীর সুধারাম উপজেলার শোলাকিয়া গ্রামের চৌধুরী মাঝির ছেলে শাহ আলম (৪৫) এবং ঠংপাড়া গ্রামের দেনছের হাওলাদারের
ছেলে নুর মোহাম্মদ (৪৫)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুরি করতে গেলে স্থানীয়দের প্রতিরোধে তারা ধরা পড়ে। স্থানীয় বাসিন্দা আমির হোসেন জানান, “কৃষক
বারেক মিয়ার জমি থেকে সেচ মেশিন চুরি করে পালানোর সময় তাদের দেখতে পাই। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং গণধোলাই দেয়। পরে
তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
তালতলী থানার ওসি মো. শাহ জালাল জানান, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার
পর তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।”
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। পুলিশের আশ্বাসে চুরি প্রতিরোধে স্থানীয়রা আরও সচেতন থাকবে বলে
জানিয়েছেন।