মো: নুরুল হক মোরশেদ, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম জুয়েল মিয়া (৩৫) এবং তিনি মধ্যনগর
থানার জলুষা গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার একটি টিম অভিযানে বের হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মোঃ ইউছুব আলী। তার সঙ্গে ছিলেন এএসআই মোঃ আব্দুর রউফ, এএসআই মোঃ মহিনুর এবং কনস্টেবল মোঃ তাওহীদুল ইসলাম।
অভিযান চলাকালে, জুয়েল মিয়ার বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।