প্রতিনিধি: সুজন বর্মন, মিরপুর বেরিবাঁধ রোড, ঢাকা।
ঢাকা শহরের মিরপুর বেরিবাঁধ রোডে অবৈধ বালু উত্তোলনের কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। নদীর তীর ভাঙন থেকে শুরু করে সড়ক
ব্যবস্থার অবনতি, যানজট এবং দুর্ঘটনা—সবই এই সমস্যার ফল।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়কের পাশে গদি বসিয়ে তৈরি করা হচ্ছে বালুর বিশাল স্তূপ। স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই বালুর কারণে
সড়কে যানজট লেগে থাকে এবং চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাতের বেলা ট্রাকগুলো এই বালু পরিবহন করে। এতে করে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক এক্সিডেন্ট ঘটছে। বাইকচালকরা
বালুর কারণে রাস্তার উপর পড়ে যান, আর আশেপাশের মানুষের সম্পদেরও ক্ষতি হয়। প্রশাসন যদি বালু সরানোর উদ্যোগ নেয়, তবে এই সমস্যা থেকে
রক্ষা পাওয়া যাবে।”
অবৈধ বালুর ব্যবসা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সমর্থনের কারণে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় রাজনীতিকদের মদদে প্রশাসনের দুর্বলতা এবং
আইনের শাসনের অভাবে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নদী থেকে বালু উত্তোলন এক ভয়াবহ প্রভাব ফেলছে প্রাকৃতিক ভারসাম্যের উপর। এর ফলে পরিবেশ ও স্থানীয় জনজীবন উভয়ই
ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তাদের অভিযোগ, যতদিন এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে
কার্যকর ব্যবস্থা নেওয়া না হবে, ততদিন এই দুর্ভোগ কমবে না।