December 7, 2025, 4:53 am

দেবহাটায় পজিটিভ প্যারেন্টিং, ক্যারিয়ার কাউন্সেলিং ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: জুবায়ের আহমেদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে পিতা-মাতা ও সন্তানদের জন্য “পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সেলিং” এবং শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক এইচ এম ইমদাদুল হক এবং সঞ্চালনা করেন পরিচালনা পর্ষদ সদস্য নাসিরউদ্দীন।

প্রধান অতিথি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।

বিশেষ অতিথি:
– জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল
– উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম
– বিএনপির জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম
– উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল
– সরকারি কেবিএ কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু তালেব
– আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ
– ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির সেক্রেটারি সাদিকুল ইসলাম
– অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা পজিটিভ প্যারেন্টিং ও ক্যারিয়ার গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর জোর দেন। পিঠা উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও আয়োজন ছিল যা অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।

এ আয়োজন অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং পিতা-মাতা ও সন্তানদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ক্যারিয়ার গঠনে উৎসাহ প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন