July 10, 2025, 4:30 am

চাঁদখালী চেয়ারম্যানের অনিয়ম ও ইউপি সদস্যের প্রতিবাদ

মো. রাজু আহম্মেদ,

মো. রাজু আহম্মেদ, পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াসের বিভিন্ন অনিয়ম এবং তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁদখালী ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা খাতুন।

সংবাদ সম্মেলনের প্রধান অভিযোগ
রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে জুলেখা খাতুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিন্তু চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত ছিলেন।”

জুলেখা খাতুন আরও অভিযোগ করেন, চেয়ারম্যান তার মেয়াদকালে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন এবং পরিষদের সদস্যদের উপর বিভিন্ন বাধ্যবাধকতা চাপিয়ে দিয়েছেন। তিনি বলেন, “চেয়ারম্যান আমাদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার কাজ করিয়ে সব অর্থ নিজের দখলে নিয়েছেন।”

সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্যান্য বিষয়
জুলেখা খাতুন জানান, চেয়ারম্যান শাহজাদা দায়িত্ব পাওয়ার পর থেকে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করেছেন। তার আমেরিকা প্রবাসে থাকা অবস্থায়ও তার অনুসারীরা তাকে হয়রানি এবং মানহানি করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “চেয়ারম্যান আমেরিকায় অবস্থান করলেও আমাকে মিথ্যা অভিযোগে জড়িয়ে ইউএনও স্যারের দপ্তরে বানোয়াট অভিযোগ দায়ের করেছেন এবং একটি নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে।”

প্রশাসনের প্রতি আবেদন
চেয়ারম্যানের অনিয়ম, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ষড়যন্ত্রের বিষয়ে যথাযথ তদন্ত এবং বিচার দাবি করেছেন জুলেখা খাতুন। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এছাড়া তিনি মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন