ফেনীতে দুই হাত কাটা মরদেহ উদ্ধার
গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকায় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের স্ত্রীর দাবি করেন ঘর থেকে ডেকে নিয়ে হানিফকে হত্যা করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া থেকে দুই হাত কাটা মো. হানিফ (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুদকের মামলায় মতিউরের বিরুদ্ধে রিমান্ড আবেদন, শুনানি ২৭ জানুয়ারিদুদকের মামলায় মতিউরের বিরুদ্ধে রিমান্ড আবেদন, শুনানি ২৭ জানুয়ারি
পুলিশ জানায়, উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকায় এক ব্যক্তির দুই হাত কাটা মরদেহ পড়ে আছে। রাতে এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত হানিফ শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী তাসলিমা আক্তারের অভিযোগ করিম (জুনা) নামে এক ব্যক্তি তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে দুই হাত কেটে হত্যা করেছে।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।