শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৫, রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসারদের নিয়ে ৮নং কালীঘাট ইউনিয়নের ভূরভুরিয়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাজু রিকিয়াসন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সাজু রিকিয়াসনের পিতা মৃত কালিচরন রিকিয়াসন, গ্রাম ভূরভুরিয়া চা বাগান, ৮নং কালীঘাট ইউপি, শ্রীমঙ্গল।
অভিযানে সাজুর হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়, যা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর সাজুর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণে শ্রীমঙ্গল থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।