আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্যারাম বোর্ড খেলা নিয়ে বিরোধের জেরে ইয়াসিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা বলে উল্লেখ করেছে।
রবিবার (২৬ জানুয়ারি) রাত দশটার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ইয়াসিন ওই গ্রামের শহীদ উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, রাতে মাথাভাঙ্গা ঈদগাহ সংলগ্ন গ্যারেজে বসে থাকার সময় পাশের একটি দোকানে ক্যারাম খেলছিলেন ইয়াসিন। এ সময় আমজাদ, শাহিনসহ আরও কয়েকজন অতর্কিতে ইয়াসিনের ওপর হামলা চালায়। তারা মারধর করে তাকে রাস্তার পাশের গর্তে ফেলে দেয়। হামলার সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ইয়াসিনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ইয়াসিন জানান, পূর্বে তার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণে বাধা দিতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “২০২০ সালের মে মাসে আমজাদ, শাহিন ও তাদের সহযোগীরা আমার ওপর হামলা চালিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে এবং পায়ের রগ কেটে দেয়। সেই ঘটনায় মামলা হয়েছিল। সোমবার ওই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রয়েছে, যা ঠেকাতে এ হামলা করা হয়েছে।”
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, ইয়াসিনের আঘাত গুরুতর নয়। তার একটি সেলাই লেগেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি ক্যারাম খেলাকে কেন্দ্র করে মারামারি বলে মনে হয়েছে। তবে ফাঁকা গুলিবর্ষণের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।”