খুলনা প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সম্পর্কে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” সংবাদের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের师িক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আয়োজিত এই মানববন্ধনে ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তাদের প্রতিক্রিয়া
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন এবং কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া।
বক্তারা জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকগণ হলেন সমাজ ও জাতির বিবেক। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন সবসময় সচেষ্ট। কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে যথাযথ তথ্য প্রদান করা হবে।”
তারা আরও বলেন, “দেশের একটি স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাইয়ের আহ্বান জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কোনো অনিয়মের ঘটনা ঘটলে তা প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয় এবং যে কোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হয়।