আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী দিঘিরপাড় বেহেরপাড়া গ্রামে গরু, মোবাইল এবং হাঁস-মুরগি চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত কয়েক মাস ধরে প্রায় প্রতি রাতে চুরির ঘটনা ঘটছে, বিশেষ করে শীতের কুয়াশা বাড়ার সাথে সাথে চুরির তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
গ্রামে গরু চুরির সক্রিয় সিন্ডিকেট কাজ করছে, যারা গভীর রাতে গোয়ালঘর ফাঁকা করে বাড়িতে সিঁদ কেটে গরু, মোবাইল, রূপার নুপুর এবং নগদ টাকা নিয়ে চলে যায়। স্থানীয়রা জানায়, অনেক কৃষক ও খামারি রাত জেগে পাহাড়া দিচ্ছেন, কেউ কেউ গোয়ালঘরেই রাত কাটাচ্ছেন।
মোটরসাইকেল চালক মোহাম্মদ নবীর হোসেন জানান, তার গোয়ালঘর থেকে গরু চুরি করতে এসে চোরেরা তার একমাত্র আয়ের বাহন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। পুলিশকেও বিষয়টি জানানো হয়নি।
এ বিষয়ে দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবু কাওসার জানান, তিনি বিষয়টি নিয়ে মাসিক সভায় ইউএনও ও ওসিকে জানাবেন এবং দ্রুত চোর চক্রটিকে সনাক্ত করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করবেন। পুলিশ ইন্সপেক্টর মো. জহির উদ্দিন বলেন, খুব শীঘ্রই আইনশৃঙ্খলা সভা করে চোর চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।