July 19, 2025, 10:55 am
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

টঙ্গীবাড়ী দিঘিরপাড়ে চুরির আতঙ্কে কৃষকদের ঘুম নেই

আক্কাছ আলী

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী দিঘিরপাড় বেহেরপাড়া গ্রামে গরু, মোবাইল এবং হাঁস-মুরগি চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত কয়েক মাস ধরে প্রায় প্রতি রাতে চুরির ঘটনা ঘটছে, বিশেষ করে শীতের কুয়াশা বাড়ার সাথে সাথে চুরির তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

গ্রামে গরু চুরির সক্রিয় সিন্ডিকেট কাজ করছে, যারা গভীর রাতে গোয়ালঘর ফাঁকা করে বাড়িতে সিঁদ কেটে গরু, মোবাইল, রূপার নুপুর এবং নগদ টাকা নিয়ে চলে যায়। স্থানীয়রা জানায়, অনেক কৃষক ও খামারি রাত জেগে পাহাড়া দিচ্ছেন, কেউ কেউ গোয়ালঘরেই রাত কাটাচ্ছেন।

মোটরসাইকেল চালক মোহাম্মদ নবীর হোসেন জানান, তার গোয়ালঘর থেকে গরু চুরি করতে এসে চোরেরা তার একমাত্র আয়ের বাহন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। পুলিশকেও বিষয়টি জানানো হয়নি।

এ বিষয়ে দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবু কাওসার জানান, তিনি বিষয়টি নিয়ে মাসিক সভায় ইউএনও ও ওসিকে জানাবেন এবং দ্রুত চোর চক্রটিকে সনাক্ত করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করবেন। পুলিশ ইন্সপেক্টর মো. জহির উদ্দিন বলেন, খুব শীঘ্রই আইনশৃঙ্খলা সভা করে চোর চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন