জুনেদ আহমদ রুনু, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল কুদ্দুস গ্রেফতার হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হায়দরপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে রাস্তায় গাছ ফেলে সংঘটিত ডাকাতির ঘটনায় আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি ডাকাত দল সক্রিয় ছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় এবং এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহর ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।