শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) রাতে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোডস্থ লন্ডন রেস্ট হাউজের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে আটক করা হয়।
১. জোহিরুল ইসলাম (৩২) – শরীয়তপুর
2. মাহিন সরকার (৩০) – শরীয়তপুর
3. মো. সেলিম (৩২) – ঢাকা
4. আবির আল আজাদ (৩০) – মৌলভীবাজার
5. মো. আজিজুল হাকিম (৩২) – ঢাকা
6. সুজন মাল (৩১) – শরীয়তপুর
7. রিপন মিয়া (৩০) – হবিগঞ্জ
8. মো. মিজান (৩২) – ঢাকা
9. মাজ্জু মিয়া (৫০) – মৌলভীবাজার
শ্রীমঙ্গল থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “শ্রীমঙ্গলে অবৈধ জুয়া ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের অনেকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।