August 4, 2025, 8:14 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

তালতলীতে ইউনিয়নের ছাত্রদলের সদস্যসচিব এর হাতে মোটরসাইকেল চালক খুন

এইচ বি সুমন আলী

তালতলীতে ইউনিয়নের ছাত্রদলের সদস্যসচিব এর হাতে মোটরসাইকেল চালক খুন, আহত ১

বরগুনা প্রতিনিধি.এইচ বি সুমন আলী

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের ছাত্রদলের সদস্যসচিব আরাফাত শিকদারের ছুরিকাঘাতে মোটর সাইকেল চালক আরাফাত খান ইমন  (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ নামে আরও এক যুবক আহত হয়েছেন। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গত রাত শনিবার (১ফেব্রয়ারী) রাত আনুমানিক ৯.৪৫ মি.এর দিকে উপজেলার শারিক খালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে এ ঘটনা ঘটে।নিহত আরাফাত খান ওই ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের পুত্র ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক খানের ভাতিজা। সে ভাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন করতো।

একই ঘটনায় বাদুর গাছা গ্রামের মো. ইলিয়াসের পুত্র আব্দুল্লাহ গুরুতর জখম হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে শহিদ শিকদারের সার ঔষধের দোকানের সামনে বসে ভিকটিম আরাফাত খান ইমন কে একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ শিকদারের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব আরাফাত শিকদার এবং তার সাথে থাকা লোকজন মারধর করে। এক পর্যায়ে ধাড়ালো ছুড়ি দিয়ে আরাফাত খানের বুকে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।

এ সময় ইমনের ডাক চিৎকারে মো. ইলিয়াসের পুত্র আব্দুল্লাহ (২১) বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে।ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয় তাদের উদ্ধার করে। পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক আরাফাত খান ইমনকে মৃত ঘোষণা করেন।

এবং গুরুতর মুমূর্ষ অবস্থায় আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।  ওই ঘটনার পর কচুপাত্রা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঘটনাস্থলে তালতলী থানা পুলিশ মোতায়েন রয়েছে। তবে হত্যাকান্ডের কারন এখন পর্যন্ত জানা যায়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল মুঠোফোনে বলেন, উপজেলার কচুপাত্রা বাজারে ছুরিকাঘাতে মোটর সাইকেল চালক আরাফাত খান নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত হত্যাকান্ডের কারন জানা যায়নি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রæতার জেরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন