মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি এম দেলোয়ার হোসেন। বক্তব্য দেন সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, শহিদুল ইসলাম হিরন, মেহেদী হাসান, দেবাশিষ বিশ্বাস, আশিকুর রহমান, সিহাবুর রহমান, এজাজ আহমেদ, কৃষ্ণ কুমার সরকার, খন্দকার রবিউল ইসলাম, কবির হোসেন, মোর্শেদ আলম মালেক প্রমুখ।
বক্তারা বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি।”
তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পাকুরিয়া বালু মহালের ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। ঘটনার পর রাতেই ইমরান হোসেন মনিম রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।