আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে শাহজালাল বেপারি (১৭) নামে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলো সে।
পুলিশ জানায়, নিহত শাহজালাল বেপারি পাশ্ববর্তী টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজাবাড়ির চর এলাকার আনোয়ার বেপারির পুত্র এবং স্থানীয় দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মরদেহের পাশে একটি ধারালো ছুড়ি উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।