July 8, 2025, 9:25 pm

৯৭টি ফেনসিডিল বোতলসহ নারী আটক !

Akkas Ali

৯৭টি ফেনসিডিল বোতলসহ নারী আটক

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক নারী লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর ছেলে। সে তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেনসিডিল রেখে বিক্রি করছিল।

পুলিশ সোমবার (১৭ ফেব্রুয়ারী ) রাত ৩ টার দিকে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে তার ঘরের আলমারির তালা খুলে এ সমস্ত মাদক পুলিশকে দেখায় সে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১৭ ফেব্রুয়ারী)রাত ৩ টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ফেনসিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়।

মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন