কোন সতর্কতা ছাড়াই রাতের আধারে বাধ খুলে দেয় ভারত। দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়ে ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। পানিতে প্লাবিত হওয়ার কারনে ঠিকমতো খাবার পাচ্ছিলেন না তারা। ঠিক তখনই ছাত্র-ছাত্রী সহ নানা পেশার মানুষ বানভাসীদের পাশে দাড়ানো শুরু করে। সকলের মধ্যে তখন জায়গা করে নেন Good Citizen সেচ্ছাসেবক’রা। মুড়ি, চিড়া, বিস্কুট, গুড়, ঔষধ সহ বিভিন্ন শুকনা খাবার প্রদান করেন বানভাসী মানুষের মধ্যে। কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন জেলায় ত্রান সহায়তা করেন সংগঠনটি। এভাবেই দেশের সকল দুুরাবস্থায় মানুষের পাশে দাড়াবে বলে নিশ্চয়তা দিয়েছেন সংগঠনটির সেচ্ছাসেবকরা।