মোঃ সিজার হোসেন, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের মূলহোতা আব্দুল আউয়াল ওরফে ‘ডাকু আউয়াল’সহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছে— ডাকাত দলের নেতা ডাকু আউয়াল (৪৫), মো. সম্রাট (৩৮), শান্ত ইসলাম (২২), জিসান হোসেন (২৩), মাইন হোসেন আলিফ (১৯), শাকিল খান (২৩), নাইম ইসলাম (২৫), শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), আকাশ হোসেন (২৩) ও সোহাগ আলী (২৮)। এছাড়া কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য জীবন ইসলাম (১৬) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ জানায়, সন্ত্রাসী, ছিনতাইকারী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের ধরতে রাজশাহীতে বিশেষ অভিযান চলছে। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা, ধারালো টিপ চাকু, চাঁদা আদায়ের রশিদ বই ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ডাকু আউয়াল ও তার সহযোগী সম্রাটসহ আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।