জুনেদ আহমদ রুনু ,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও মজুতদারির অভিযোগে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দায়ের করা ছয়টি মামলায় মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২ মার্চ) দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।