নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলার কালীগঞ্জ সীমান্ত সংলগ্ন লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গভীর রাতে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ।
স্থানীয়দের মতে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজজুড়ে লোহার খুঁটি বসানো হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়, যার ফলে বিএসএফ কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদার করে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। শনিবার (১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ও বিএসএফের পক্ষে ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্ব দেন।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কড়া প্রতিবাদ জানানো হয় এবং সীমান্ত টহল আরও জোরদার করা হয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, “বিএসএফ জানিয়েছে যে ভারতীয় গ্রামবাসীরা তাদের প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেছিল, তবে উচ্চপর্যায়ের বৈঠকে দুই পক্ষই সম্মত হয়েছিল যে আপাতত সীমান্তে কোনো স্থাপনা নির্মাণ করা হবে না।”
বিজিবি আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নজরদারির মধ্যে রাখা হবে এবং দুই দেশের সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করা হবে।