মোঃ সামিন ইসলাম
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুষ্টিয়া জেলা শহরের মিউনিসিপ্যাল মার্কেট এলাকায় আকস্মিক বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিভিন্ন ফলের আড়ৎ, কাঁচামালের দোকানসহ পুরো বাজার পরিদর্শন করেন।
এ সময় বাজার মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে কয়েকটি দোকানে জরিমানা করা হয় এবং সকল ব্যবসায়ীকে ন্যায্য মূল্যের তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।