July 8, 2025, 9:34 pm

ভারতে ঘুরতে আসা ব্রিটিশ তরুণীকে ধর্ষণ

মোঃ নিজামুল ইসলাম

ভারতে ঘুরতে আসা ব্রিটিশ তরুণীকে ধর্ষণ

ইসরায়েলের পর এবার ব্রিটিশ তরুণীকে ভারতের দিল্লিতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গ্রেপ্তারকৃতদের একজন ওই তরুণীর বন্ধু। সামাজিকমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন যুক্তরাজ্যের ওই তরুণী। সেখানে গিয়ে সামাজিকমাধ্যমে পরিচয় হয় বন্ধুকে তার সঙ্গে দেখা করতে বলেন তরুণী। কিন্তু বন্ধু তাকে দিল্লি চলে যেতে বলেন।

বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী।

পরে মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত যুবক। তার পর তাকে ধর্ষণ করেন। অভিযুক্ত যুবকের সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠ‌েছে।
বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। অভিযোগকারি তরুণী যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানায় পুলিশ। হাই কমিশনের পক্ষ থেকে ওই তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়ার দিকেই কর্ণাটকের কোপ্পাল জেলায় এক ইসরায়েলি নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিন যুবকের বিরুদ্ধে। এমনকি তাদের সঙ্গে থাকা স্থানীয় একটি স্টে-হোম’ এর নারী মালিককেও গণধর্ষণের অভিযোগ উঠেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন