আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত লিয়ন উপজেলার দক্ষিণ পশ্চিম কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে এবং ভুক্তভোগীর দু-সম্পর্কের ভাতিজা বলে জানা গেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর দুই ছেলে তারাবির নামাজ পড়তে গেলে অভিযুক্ত লিয়ন ফকির ওই বিধবার বাড়িতে গিয়ে দরজায় নক করে। দরজা খোলার পর সে ভুক্তভোগীকে কু-প্রস্তাব দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ভুক্তভোগী বাধা দিলে লিয়ন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত নারীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত লিয়ন ফকিরকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”