আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’ আবারো নতুন অভিযানে ফিরেছে। গত ১৭ বছর ধরে প্রতি ঈদে চ্যানেল আইতে প্রচারিত এই সিরিজের এবারের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’।
গত বছরের কোরবানি ঈদে প্রচারিত ‘হবিগঞ্জের হরবোলা’ পর্বের পর এবারো সিরিজটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। নির্মাতা সিরিজটির নতুন পর্বের নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’।
গল্পের শুরু হয় যখন ছোটকাকু দেশের বিভিন্ন স্থানে একের পর এক খুনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। প্রথম খুন ঢাকায়, দ্বিতীয় খুন লালমনিরহাটে এবং তৃতীয় খুন ফেনীতে ঘটে, আর সব খুনের শিকড় পুরোনো একটি জায়গায়, মুন্সিগঞ্জ। খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু এসে পৌঁছান মুন্সিগঞ্জে, যেখানে কাহিনি আরও জটিল হতে থাকে।
ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি জানান, ছোটকাকু চরিত্রটি তার কাছে বিশেষ এবং একসময় শিশু-কিশোরদের জন্য কাজ করার আগ্রহ থেকেই এটি করতে রাজি হয়েছেন।
‘মিশন মুন্সিগঞ্জ’-এ আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা সহ আরো অনেকে। সিরিজটি ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আই-তে প্রচার হবে।