রুবেল হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় ফেক সাংবাদিকদের অপতৎপরতা বাড়ছে। অসাধু চক্রটি ফেক আইডি খুলে মানুষের চরিত্র হনন, বাল্য বিয়ে থেকে জরিমানা আদায়, ব্যবসায়ীদের চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নেতা জানান, ফেক সাংবাদিকদের কারণে তারা বিপদে পড়েছেন। এই চক্রটি বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও পোর্টালের নাম ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে।
সম্প্রতি, রেজওয়ানুল হক শাহিন, একজন ফেক সাংবাদিক পরিচয়ে তাজ হাইওয়ে হোটেল থেকে খাবার খেয়ে বিল না দেয়ায় লাঞ্চিত হন। শাহিন ‘নাগরিক ভাবনা’ ও “আমার প্রাণের বাংলাদেশ” পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিজেকে পরিচয় দেন।
এই চক্রের আরও সদস্যরা শাজাহানপুর, শেরপুর, ধুনট, এবং বগুড়া শহরে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য বা জেল জরিমানার ভয় দেখিয়ে টাকা আদায় করছে। এর মধ্যে শফিকুল ইসলাম, মিষ্টির দোকান মালিকও রয়েছেন, যারা ভয়ভীতি দেখিয়ে টাকা দিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, ফেক সাংবাদিকদের এই দৌরাত্ম্যে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত রেজওয়ানুল হক শাহিন মোবাইলে কল রিসিভ করছেন না এবং সাংবাদিক পরিচয়ে নানা অপরাধে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করছেন।