জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কিছু সমবায় সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ হাতিয়ে নেওয়ার পর বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে প্রশাসন বা সমবায় অধিদপ্তর এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, প্রতারিত মানুষরা তাদের দাবি আদায়ে মিছিল-মিটিং করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বরং এসব আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার আশায় দিশেহারা হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।