আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ পৌরসভার শহর বাজারের আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি কসমেটিকস দোকানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে বিউটি জোন কসমেটিকস দোকানে এমআরপি (নির্ধারিত মূল্য) বিহীন পণ্য বিক্রি করায় ৫ হাজার টাকা, মায়ের দোয়া কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস প্রদর্শন ও সংরক্ষণের জন্য ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের আগে শহর বাজারের অন্যান্য কসমেটিকস ও কাপড়ের দোকান তদারকি করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি পণ্যের মূল্য যাচাই ও ক্রয়ের রশিদ পরীক্ষা করেন এবং ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রি না করার নির্দেশনা দেন।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল।