October 17, 2025, 11:18 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

গজারিয়ায় মহাসড়কে ফিল্মি স্টাইলে ছিনতাই, আহত ২

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে একটি মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় মাইক্রোবাসের দুই যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা তাহেরা বেগম (৬৫) ও আব্দুস সালাম (১৮)। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে তারা আহত হন।

কীভাবে ঘটলো ছিনতাই?
প্রত্যক্ষদর্শী মাইক্রোবাস যাত্রী হানিফ মিয়া জানান, তার ছোট ভাই হুমায়ুন কবির সৌদি প্রবাসী, তিনি দেশে ফিরছিলেন। তাকে এয়ারপোর্ট থেকে আনতে শুক্রবার (২৮ মার্চ) ভোর সাড়ে তিনটায় তারা নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সকাল সাড়ে ছয়টার দিকে গজারিয়ার ভিটিকান্দি এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এই সুযোগে ৩-৪ জন যুবক দেশীয় অস্ত্র হাতে মাইক্রোবাসে হামলা চালায়।

তারা চালকসহ যাত্রীদের মারধর করে এবং নগদ ২৮ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আহতদের বর্ণনা
আহত আব্দুস সালাম বলেন,
“দিনদুপুরে এভাবে ছিনতাই হতে পারে, তা আমাদের কল্পনার বাইরে ছিল। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুটে নেয়। আমি প্রতিবাদ করায় তারা আমাকে রামদা দিয়ে কুপ দিতে গেলে অল্পের জন্য রক্ষা পাই।”

আহত তাহেরা বেগম বলেন,
“ছিনতাইকারীরা আমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে বাধা দিই। তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। পরে বাধ্য হয়ে ব্যাগ দিয়ে দিই।”

পুলিশের অবস্থান
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান,
“এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়কের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন যাত্রীরা। 🚔⚠️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন