আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জহির (৩৫), তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন— মাদারীপুরের কালকিনীর জাফর (৩২) এবং বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)। তারা দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন।
কীভাবে ঘটল এই ঘটনা?
শনিবার ভোরে তন্তর এলাকায় মহসিন মিয়া (৪২) নামের এক অটোরিকশাচালককে যাত্রীবেশে তুলে নেয় চারজন ছিনতাইকারী। পথিমধ্যে চালককে মারধর করে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।
চালকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তিনজন ছিনতাইকারীকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। অপর একজন ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ এসে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জহিরের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান,
“গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে।”
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ছিনতাই প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 🚔⚠️