চট্টগ্রামের হালিশহরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ঈদে ছুটি না পাওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আকুলতা এক তরুণীকে জীবনকে বাজি রাখতে বাধ্য করল।
জানা গেছে, সেহেরির পর যখন সবাই ঘুমিয়ে ছিল, তখন ওই তরুণী ১০ তলার বেলকানি বেয়ে নিচে নামার চেষ্টা করছিলেন। এ সময় তাকে দেখে ডাক দিলে, কান্নাজড়িত কণ্ঠে সে অনুরোধ করে বলেন, “দয়া করে কাউকে ডাকবেন না, আমি শুধু বাড়ি চলে যেতে চাই। আমার বাবা বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে বলে জানিয়েছেন।”
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কর্মস্থলে ছুটির অনুপস্থিতি অনেকের জন্য কতটা অসহনীয় হয়ে উঠতে পারে, এ ঘটনা যেন তারই প্রমাণ। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।