সংবাদ প্রতিবেদন:
হাতির পিঠে চড়া, সার্কাসে খেলা দেখানো, কিংবা উৎসবে হাজারো মানুষের ভিড়ে ব্যবহার করা—এসবের পেছনে লুকিয়ে থাকে নির্মম এক সত্য।
আপনার বিনোদনের জন্য এই হাতিটিকে তার মায়ের কাছ থেকে ছোটবেলায় আলাদা করা হয়েছে, কঠোর নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। এত বড়, শক্তিশালী প্রাণীটি আদতে আনন্দে নয়, বরং ভয় ও শাস্তির আশঙ্কায় প্রতিটি কমান্ড মেনে চলে।
তাই আনন্দের নামে নিষ্ঠুরতা চালানোর আগে একবার ভাবুন—আপনার আনন্দ কি অন্যের কষ্টের বিনিময়ে হওয়া উচিত? মনকে কাজে লাগান, ইগোকে নয়!