April 8, 2025, 7:29 pm

বিয়ে বাড়িতে হিজড়াদের চাঁদাবাজি! বাড়ছে জনমনে অসন্তোষ

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক, আগামী সকাল:

দেশজুড়ে আনন্দ-উৎসবের অনুষ্ঠানে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হিজড়াদের চাঁদাবাজি। বিয়ে, সুন্নতে খাৎনা কিংবা পারিবারিক কোনো আনন্দঘন মুহূর্ত—সবখানেই দলবেঁধে হাজির হচ্ছেন হিজড়ারা। সম্মান করে কিছু অর্থ দিলেও তারা অধিক পরিমাণে টাকা দাবি করছেন, আর না দিলে শুরু হয় অস্বস্তিকর পরিস্থিতি।

অনুষ্ঠানের আয়োজকরা জানাচ্ছেন, হিজড়ারা গেট আটকে রাখা, জোরে গান বাজানো, এমনকি অভিশাপ দেওয়ার মতো অশোভন আচরণে লিপ্ত হন। এতে পরিবার এবং অতিথিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। অনেক সময় আতঙ্কে পড়ে আয়োজক পরিবার তাদের দাবি মেনে নিতে বাধ্য হন।

সম্প্রতি রাজধানীর মিরপুরে এক বিয়ে বাড়িতে এমন চাঁদাবাজির প্রতিবাদ করলে হিজড়ারা বাড়ির সামনে হৈচৈ শুরু করে। একই ধরণের ঘটনা চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ও কুমিল্লাতেও ঘটেছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, হিজড়াদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্দিষ্ট আয়ের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের এ ধরনের আচরণ কমে যাবে। সমাজবিজ্ঞানীরা বলছেন, হিজড়া সম্প্রদায়কে মূলধারার কর্মসংস্থানে যুক্ত করলেই মিলবে স্থায়ী সমাধান।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক ভয় এবং অনিচ্ছার কারণে অধিকাংশ ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে।

📣 আপনার এলাকায় এমন ঘটনা ঘটলে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। সচেতন থাকুন, সাহসী হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন