এইচ বি সুমন আলী
স্টাফ রিপোর্টার, বরগুনা
বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুল কাদের মুন্সী (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের মুন্সী একই এলাকার মৃত নূর মোহাম্মদ মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরাজ পাড়া গ্রামের গনি মিয়ার ছেলে নাসির ও সিদ্দিক তাদের তরমুজ ও ধানক্ষেতে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করে রাখেন। বিষয়টি এলাকাবাসীর অজানা ছিল। বিকেলে কাদের মুন্সী নিজ জমির ধান দেখতে গেলে অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বিকেল থেকে নিখোঁজ থাকার পর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে ইশার নামাজের পর তাকে পার্শ্ববর্তী জমিতে পড়ে থাকতে দেখা যায়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাদের মুন্সীকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ কবির হোসেন জানান, কয়েকদিন আগে তাদের ভাগিনা জহুরুল ইসলাম (২০) পানিতে ডুবে মারা যায়। আজ ছিল তার দোয়ার অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে কাদের মুন্সী নিজ জমিতে ধান দেখতে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। তিনি নাসির ও সিদ্দিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের জানা ছিল না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “আমখোলা গ্রামে এক কৃষক ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”