এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও আরও একজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে শহরের মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টিম।
আটককৃতরা হলেন মিয়াপাড়া এলাকার মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহির উদ্দিন (৫৫) ও শাশুড়ি চায়না খাতুন (৫০) এবং মল্লিকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চঞ্চল হোসেন ও মহির উদ্দিনের বাড়ি থেকে হেরোইন ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।
পরে মল্লিকপাড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলাম। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অপর চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।