October 17, 2025, 11:02 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

বিষাক্ত মদে দুই বন্ধুর মৃত্যু

মিরাজ হুসেন প্লাবন

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদপানে আক্রান্ত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দুই যুবক হলেন, মাসুদ রানা ও নাদিম ইসলাম। তারা চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাদিম ইসলাম। আর মাসুদ রানা মারা যান সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় গুরুতর অসুস্থ মোহাম্মদ টনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ টনি গণমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যায় তিনি বন্ধু নাদিম, মাসুদ ও মেহেদীর সঙ্গে ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। সামান্য পরিমাণ পান করার পর তিনি অসুস্থ বোধ করলে আর খাননি। তবে মাসুদ ও নাদিম অতিরিক্ত মদ পান করেন এবং রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন।

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন জানান, “রাত ৮টার দিকে স্বামী বাড়ি ফিরেছিলেন। রাতে শুধু দুটি বিস্কুট খেয়েছিলেন। পরদিন সারাদিন ঘুমিয়ে ছিলেন। সন্ধ্যার পর থেকে পেটব্যথা শুরু হলে রাত ২টার দিকে হাসপাতালে নিয়ে যাই। সকালে তাঁর মৃত্যু হয়।”

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “নিমপাড়া এলাকার দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

স্থানীয়রা জানান, মাদক ও অবৈধ মদপান চারঘাট এলাকায় একটি উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা এর বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন