April 15, 2025, 12:46 am
শিরোনাম :
মেহেরপুরে নানান আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন বৈশাখী গান, বাঁশির সুরে মেতে উঠলো ক্যাম্পাস! “মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় অভ্যন্তরীণ সংঘর্ষ, আহত ২” “তালতলীতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের গাফিলতিতে পথে বসলো ৪৩ পরিবার” চারঘাটে কৃষিজমিতে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার রঙিন ঘুড়িতে নববর্ষের বার্তা—বেরোবিতে চৈত্র সংক্রান্তির উৎসব” মাঝের ৩০০ মিটার কাঁচা রাস্তায় দুর্ভোগে ৫ হাজার মানুষ ফ্যাসিস্ট সরকারের জন্মদিনে কেক কাটার ঘটনায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার” পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ মুন্সিগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ শিক্ষক গ্রেফতার

মুন্সিগঞ্জে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অ্যাকশন

আক্কাছ আলী,

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে অন্তত ৩০টির বেশি অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হাসানুর রহমান।

অভিযান শেষে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সিপাহীপাড়া এলাকার সরকারি রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে রাখা হয়েছিল। এতে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। সাধারণ পথচারীরাও হাঁটতে পারছিলেন না। জনদুর্ভোগ বিবেচনায় আমরা আজ অভিযান পরিচালনা করেছি এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে কেউ যদি পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযান চলাকালে সদর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন