April 16, 2025, 7:46 am

চারঘাটে কৃষিজমিতে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার

মিরাজ হুসেন প্লাবন

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি মৃত মোজাম্মেল হকের ছেলে মোফাজ্জল হোসেন।

ভূমি কর্মকর্তা আরিফ হোসেন জানান, কৃষিজমি রক্ষায় সরকারের নীতিমালার পরিপন্থীভাবে পুকুর খনন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মোফাজ্জল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুচলেকা গ্রহণ করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন।

তিনি আরও বলেন, “কৃষিজমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। জমির শ্রেণি পরিবর্তন বা অনুমোদন ছাড়া পুকুর খনন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমি রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন