বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আজ (১৪ এপ্রিল, ২০২৫) বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনায় সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন।
আনন্দের শোভাযাত্রা ও সাংস্কৃতিক প্রদর্শনী
শোভাযাত্রা শুরু হয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্ক, শহীদ আবু সাঈদ চত্বর এবং মডার্ন মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে সমাপ্ত হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উল্লাসের সঙ্গে অংশ নিয়ে বাঙালি সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে তুলে ধরেন। শোভাযাত্রার সময় বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের সুরে পরিবেশ পূর্ণ হয়।
উপাচার্যের বার্তা ও নতুন দৃষ্টিভঙ্গি
শোভাযাত্রা শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগের আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন,
“বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে আমাদের এই উদযাপন সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের উচিত এই ঐতিহ্যকে অমলিন রাখতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাওয়া।”
অন্যান্য অনুষ্ঠানের আয়োজন
পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপনের জন্য দুই দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হচ্ছে; প্রথম দিনে (৩০ চৈত্র, ১৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছিল।