নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলা জেলার সাধারণ মানুষের ৫ দফা দাবিকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। আন্দোলনরতরা ইন্ট্রোকো কোম্পানির একাধিক গ্যাসবাহী গাড়ি আটক করেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত গ্যাস ভোলার বাইরে যেতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেন এবং ইন্ট্রোকোর গাড়িগুলো আটকে দেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি জনগণের দাবি ও অবস্থানকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা জানান, “ভোলার গ্যাস ভোলাবাসীর সম্পদ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো গ্যাস বাইরে যেতে দেওয়া হবে না।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনতার দাবিসমূহ উচ্চ পর্যায়ে পৌঁছানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিক্ষোভ অব্যাহত রয়েছে।