আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক ভাড়া বাসা থেকে জুয়েল মিয়া (২৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জুয়েল মিয়ার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামে। তিনি অহিদুল ইসলামের ছেলে এবং গজারিয়ার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলের কাছেই লস্করদী গ্রামে একটি ভাড়া বাসায় একা থাকতেন।
নিহতের প্রতিবেশী আব্দুল মতিন জানান, “জুয়েল প্রতিদিন সকাল ৭টায় ঘুম থেকে উঠে কাজে যেতেন। কিন্তু আজ সকালেও তার ঘুম না ভাঙায় সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে ডেকে এনে দরজা ভেঙে ভেতরে ঢুকি। তখনই দেখি, তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে বিষয়টি থানায় জানানো হয়।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।”
ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কী কারণে এমন মর্মান্তিক মৃত্যু ঘটলো, তা খতিয়ে দেখছে পুলিশ।