July 13, 2025, 9:16 pm

ভোররাতে সেনা অভিযান, অবৈধ মাটি পরিবহনের ১০ ট্রাক্টর আটক

তরিকুল ইসলাম,

তরিকুল ইসলাম, নাটোর (লালপুর):

নাটোরের বাগাতিপাড়ায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার সময় ১০টি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী।

রবিবার (২০ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার নাবিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ট্রাক্টরগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি এক্সকেভেটর ভেকু মেশিনের ব্যাটারিও জব্দ করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। আমাদের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টরের চালকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি ট্রাক্টর ও ২টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।”

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাবিরপাড়া ও আশপাশের এলাকায় কৃষি জমি ও খাসজমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি খনন ও পরিবহনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন