শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২২ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ৮টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোডে অবস্থিত ‘লন্ডন রেস্ট হাউস’-এ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) আব্দুর রহিম জিবান, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন:
১। জনি দেবনাথ (২৮) – নলদাড়িয়া, মৌলভীবাজার সদর
২। মোঃ সুমন মিয়া (২৭) – কিশোরগঞ্জ; বর্তমানে চাঁদনীঘাট, মৌলভীবাজার
৩। আশরাফুল ইসলাম (২৮) – নীলফামারী; বর্তমানে শমশেরনগর, কমলগঞ্জ
৪। সীমা নাথ (২৬) – গোবিন্দপুর, মৌলভীবাজার সদর
৫। শাহানা আক্তার ওরফে রুমেনা আক্তার (২৪) – নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমানে চাঁদনীঘাট, মৌলভীবাজার
৬। তাসনিম বেগম (২১) – কুলাউড়া, মৌলভীবাজার
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।