April 28, 2025, 3:26 pm

ভোলায় মাদরাসার মাঠ ভরাটের নামে লাখ টাকা আত্মসাৎ!

মোঃ কামরুল হাসান নাইম

নিজস্ব প্রতিবেদক:

ভোলার ইলিশা ইউনিয়নে এবতেদায়ী মাদরাসার মাঠ ভরাটের কাজের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিবের সংযুক্ততার প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ ভরাটের জন্য সরকারি বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে আত্মসাৎ করা হয়েছে। এতে মাদরাসার মাঠ উন্নয়নের কোন বাস্তব অগ্রগতি চোখে পড়েনি।

ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চপর্যায়ে তদন্তের প্রস্তুতি চলছে।

(বিস্তারিত আসছে…)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন