July 7, 2025, 7:04 pm

অনিয়ম ফাঁসের পর ভেঙে ফেলা হলো সেচ প্রকল্পের স্থাপনা!

তরিকুল-ইসলাম

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর অধীন পানাসি সেচ উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণ কাজের সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্মাণাধীন পাম্প ঘর, পাইপলাইন এবং আউটলেটসহ অন্যান্য স্থাপনা ভেঙে দিয়েছে বিএডিসি।

লালপুর বিএডিসি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের নরেন্দ্রপুর, গবিন্দপুর এবং পরীক্ষামূলক কৃষি খামারে ছয়টি অকেজো বোরিং পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া, বালু এবং রড-সিমেন্ট কম ব্যবহারের অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। অনিয়ম প্রমাণিত হওয়ায় তড়িৎ পদক্ষেপ হিসেবে নির্মাণাধীন আউলেট, আউটার ট্যাংকি ও অন্যান্য অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং কাজ বন্ধ করে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরনো নিম্নমানের সামগ্রী সরিয়ে নতুন করে উন্নতমানের খোয়া, বালু আনা হয়েছে এবং রডের খাঁচা নির্মাণে একজন প্রকৌশলী সরাসরি তদারকি করছেন।

স্থানীয় বাসিন্দা জেনারুল ইসলাম ও আব্দুর জব্বার জানান, “আগে যেভাবে নিম্নমানের কাজ করেছিল তা খুবই দুঃখজনক। এখন সেগুলো ভেঙে নতুন করে ভালো মানের কাজ হচ্ছে। সাংবাদিকদের কারণে এ অন্যায় বন্ধ হয়েছে, এজন্য কৃতজ্ঞতা জানাই।”

বিএডিসির বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলী জিয়াউল হক বলেন, “সংবাদ প্রকাশের পর আমরা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করি। কাজের মান খারাপ হওয়ায় সম্পূর্ণ স্থাপনা ভেঙে কাজ বন্ধ করে দিই। পরে নিম্নমানের উপকরণ ও অদক্ষ শ্রমিকদের সরিয়ে দিয়ে পুনরায় সঠিক নিয়মে কাজ শুরু হয়েছে। এবার প্রকৌশলীর কঠোর তদারকিতে ঢালাইসহ সকল কাজ সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করবো যাতে ভবিষ্যতে এমন অনিয়ম আর না ঘটে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন