August 3, 2025, 10:40 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

“তালতলীর আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার!”

এইচ বি সুমন আলী

এইচ বি সুমন আলী,বরগুনা :

বরগুনার তালতলীতে মোটরসাইকেলচালক আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি সোহেল সিকদারকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, ঘটনার পর থেকেই সোহেল সিকদার পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশান্তের নেতৃত্বে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আসামিকে তালতলী থানায় আনা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে তালতলীর কচুপাত্রা বাজার এলাকায় অবস্থানকালে আরাফাত খান ও তার বন্ধু হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই নিহত হন আরাফাত এবং গুরুতর আহত হন হাবিবুল্লাহ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়, যাদের মধ্যে ছাত্রদল নেতা আরাফাত সিকদারসহ স্থানীয়ভাবে পরিচিত কয়েকজন রয়েছেন।

তবে মামলায় প্রকৃত আসামিদের পাশাপাশি কিছু নিরীহ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে গিয়ে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

আরাফাত হত্যার বিচার দাবিতে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরুর পাশাপাশি নিরীহদের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন