সুমন আহমদ, সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হোসেন মিয়া (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৫ মে) রাত ৮টার দিকে উপজেলার দোয়ারাবাজার সদরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। অভিযুক্ত ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। জানা গেছে, নিহত ও অভিযুক্ত উভয়েই বন্ধু এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। পথে হোসাইন তার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে হোসাইন ছুরি বের করে হোসেন মিয়ার পেটে ও গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
নিহতের মা ফাতেমা বেগম বলেন, “ছেলে দৌড়ে পালানোর চেষ্টা করলেও হোসাইন তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং পেটে ও গলায় ছুরিকাঘাত করে। আমার সন্তানকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে।”
ঘটনার পরপরই স্থানীয়রা হোসেন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং বিষয়টি তদন্ত শুরু করি। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, কিশোরদের মধ্যে এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।