নগরীর ফুটপাত, মেট্রোস্টেশন বা জনসমাগমস্থলে পায়ে চলা পথে মাঝখানে দেখা যায় হলুদ রঙের বিশেষ ধরনের টাইলস। অনেকের কাছেই এটি নিছক নকশা মনে হলেও, এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা।
এই টাইলসগুলো দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচল সহায়ক হিসেবে নির্মিত। টাইলসে থাকা লম্বালম্বি উঁচু স্ট্রাইপগুলো নির্দেশ করে সামনে সোজা যাওয়ার পথ। একজন দৃষ্টিপ্রতিবন্ধী হাঁটার সময় যখন এগুলোর উপর দিয়ে হাঁটেন, তখন সোজাসুজি পথ ধরার নির্দেশনা পান।
অন্যদিকে, হলুদ লাইনের শেষপ্রান্তে থাকা ছয়টি গোলাকার উঁচু বৃত্ত-সংবলিত টাইলসগুলো সংকেত দেয়—এখানেই শেষ, সামনে আর হাঁটা নিরাপদ নয়। এটি হতে পারে রাস্তার মোড়, ফুটপাতের শেষপ্রান্ত বা নিচে নামার জায়গা।
এই টাইলসগুলোর আন্তর্জাতিক নাম Tactile paving বা Detectable warning surface।
নগর উন্নয়নে এমন মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ শুধু সৌন্দর্য নয়, নগরকে করে তোলে সবার জন্য সহনশীল ও সমান সুযোগপূর্ণ।