মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’। বুধবার (১৪ মে ২০২৫) সকালে রংপুর শহরের আর কে রোড, দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “এই সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জ্ঞানের একটি সমৃদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়বে।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পানি সমস্যা, তিস্তা নদীর সংকট, আধুনিক দাসত্ব ও পলিটিক্যাল ইকোনমি নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন এবং এসব বিষয়ে আরও গবেষণার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএফএফডি)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী
নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. পরশ খারেল
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর লিসেল রিচি। তিনি Social Sustainability ও Social Resilience বিষয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন। তার মতে, টেকসই সমাজ গঠনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস অত্যাবশ্যক।
সম্মেলনের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে জানান, সম্মেলনের থিম ছিল “Social Science Today and Sustainable Development: Trends, Dilemmas and Opportunities”। প্রথম দিনে ছয়টি সেশনে ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি ভেন্যুতে এই আন্তর্জাতিক সম্মেলনের সেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিনেও নানা গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সামাজিক বিজ্ঞান গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।