July 30, 2025, 6:43 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮০ দোকান

আক্কাছ আলী,

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭০ থেকে ৮০টি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় ছয় ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টা লাগে।

রাত আনুমানিক ২টার দিকে আগুনের সূত্রপাত হয় ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন গলিতে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, এখনো আগুনের উৎস জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা আবার ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

স্থানীয় পুলিশ, দোকানদার এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাজারজুড়ে নেমে এসেছে কান্না, হতাশা ও আতঙ্কের ছায়া। ব্যবসায়ীরা চোখের সামনে তাদের জীবনের সঞ্চয় পুড়ে যেতে দেখে অসহায় হয়ে পড়েন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন