July 8, 2025, 8:40 pm

মুন্সিগঞ্জে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় পারিবারিক কলহের জের ধরে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো বট দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। পুলিশ ঘটনার পর রাতে ঘাতককে আটক করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেছে।

হত্যাকাণ্ডের পরিসর
ঘটনা ঘটে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে। বিবাদ উত্তরে ৪৩ বছর বয়সী অটোরিকশাচালক সুজন মোল্লা প্রথমে কীটনাশক পান করেন। এরপর বকুলতলা এলাকার নিজ বসতবাড়িতে স্ত্রী ৩৫ বছরীয়া সেলিনা বেগমকে বট দিয়ে কুপিয়ে মারতে থাকেন। গুরুতর অবস্থায় সেলিনা সাথেই প্রাণ হারান।

গ্রেফতার ও চিকিত্সা
ঘটনার খবরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতার মরদেহ উদ্ধার করে। এক ঘণ্টা পর দিঘীরপাড় এলাকা থেকে সুজন মোল্লাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। বর্তমানে পুলিশ প্রহরায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার ওয়ার্ডে চিকিৎসাধীন তার অবস্থান।

পুলিশের তথ্য
সদর থানা ওসি এম. সাইফুল আলম জানান, সেলিনা বেগম ছিলেন বকুলতলা এলাকার মোস্তফা হাওলাদারের কন্যা, আর সুজন মোল্লা ওই এলাকার হোসেন মোল্লার পুত্র। দম্পতির কোনো সন্তান ছিল না। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতেন্দনের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পুরো এলাকায় শোক ও হতাশা বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, “দুটি সুস্থ দম্পতি মনে হতো, বিশ্বাস ছিল পারিবারিক বিরোধ কখনো এমন নির্মম রূপ নেবে না।” পুলিশ এ ঘটনায় আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন